গল্প: শেষ সূর্যরেখা
লেখা: Shahnawaz Hossain
দিগন্তে অস্ত যাচ্ছে রক্তিম সূর্য। ধুলো উড়ছে মাটির পথে। সেই পথ ধরে হেঁটে যাচ্ছেন সায়ম বাবু।
মাথাটা সামান্য ঝুঁকে গেছে বয়সের ভারে, পায়ের গতি মন্থর, তবুও চোখে আজও জ্বলজ্বল করে একটুকরো স্পষ্টতা।
ছেলেবেলায় এই পথ ধরে স্কুলে যেতেন হাতে খাতা আর কাঁধে স্বপ্ন নিয়ে।
জীবন তাঁকে অনেক পরীক্ষা দিয়েছে – কখনও অভাবের, কখনও অপমানের! তবুও তিনি যুগের ভিড়ে নিজের সৎ পথ ছাড়েননি।
এক সময় তিনিই ছিলেন গ্রামের সবচেয়ে তেজি বক্তা। গ্রামের উৎসব, সভা – সব জায়গায় তিনি ছিলেন মতামতের সোজাসাপ্টা কণ্ঠস্বর। যে অন্যায়ের প্রতিবাদ করত নির্ভয়ে। কারো ভয় করতেন না, কারো মন রক্ষার জন্য সত্য চাপা দিতেন না।
নিজের ধ্রুবতারার মতো মেজাজ নিয়ে কাটিয়ে দিয়েছেন একটা জীবন।
আজ তাঁর শরীর ক্লান্ত, হাঁটাও ভারী, কিন্তু আত্মা? সে এখনো দুর্বার, এখনো পথ হাঁটে নিজের ছন্দে, নিজের ইশারায়।
গ্রামের অনেকেই হয়তো ভুলে গেছে তাঁর কথা, কিন্তু গাছেরা মনে রেখেছে, বাতাস মনে রেখেছে, আর তাঁর পায়ে পায়ে ধুলো জমা এই মাটিও জানে –
এই মানুষটি মাথা নত করে হাঁটলেও কখনও মেরুদণ্ড ভেঙে পড়েনি।
শেষ রশ্মিতে স্নান করতে করতে তিনি হাঁটেন … যেন পৃথিবীকে বলছেন, “আমি হারিনি। আমি থামিনি। আমি এখনো পথেই আছি।”
হয়তো একদিন সবাই ভুলে যাবে তার কথা! কিন্তু মনে রাখবে এই জীবন চলার পথ – একজন মাথা নত মানুষ আসলে কতটা উঁচু ছিল।

~ এইরকম আরও গল্প পেতে গল্প : অবাধ্য -র সাথে থাকুন।
Leave a Reply